চাটুকারিতায় অধঃপতনের কোন লাস ভেগাস চাই না Poem by Rhymer Rhymer

চাটুকারিতায় অধঃপতনের কোন লাস ভেগাস চাই না

Rating: 5.0

মানবিক উন্নতি তলানিতে
নৈতিক উন্নতি তলানিতে
বৈষয়িক উন্নতি ঢিমে তালে
চাটুকারিতায় মোড়ানো হোক তা কেও চায় না

রাস্তা ঘাটে অফিস আদালতে
ঘুষ আর চাটুকারি
এম এ পাস এখানে সেখানে কিল বিল করে
ইদানিং পিএইচডি ও বাড়ছে
শুধু জ্ঞান নেই
জ্ঞান কোথায় গেলো
কি বৈষয়িক আর কি নৈতিক-মানবিক
যোগ্যতার আর দক্ষতার দাম নাই
এ বঙ্গ যেনও চাটুকারিতার মহোৎসব
হাজার কোটি টাকার কাজ
ইন্দুরে আর বাইতানে খেয়ে
শত কোটিতে পরিনিত
লগ্নিকারি ক্ষমতা দালাল আর চাটুকরে
খেয়ে বালিস মশারি লেপ কম্বল
পর্যন্ত গড়িয়েছে
কিছু হলেই বলা হয়
"ও বড় কিছু না; ছিঁচকে চুরি"
চুরির পক্ষে চাটুকর
দেশ কি চাতুকরদের লাস ভেগাস হয়ে গেছে?

Tuesday, September 17, 2019
Topic(s) of this poem: corruption,freedom of speech,true,trust
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 19 September 2019

ইন্দুরে আর বাইতানে খেয়ে শত কোটিতে পরিনিত লগ্নিকারি ক্ষমতা দালাল আর চাটুকরে খেয়ে বালিস মশারি লেপ কম্বল পর্যন্ত গড়িয়েছে কিছু হলেই বলা হয় " ও বড় কিছু না; ছিঁচকে চুরি" চুরির পক্ষে চাটুকর.........//// it's a finest and brave heart expression; like it

2 0 Reply
Rus Mer 19 September 2019

thank you dear poet you always encourage me

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success