মা উমা Poem by Bikash Santra

মা উমা

রাস্তাঘাটে দেখেছি আমি
অনেক অসহায় মুখ, 😔
এই বছরো তাই ছেড়েছি
পূজার আনন্দের সুখ।
পায়না তারা নতুন জামা
পায়না দুবেলা খেতে,
কেমোন করে পারবো মাগো
পূজায় আনন্দ করতে।
পুরোনোতেই ঘুরে বেড়ালাম
পূজার এ চারদিন ধরে,
ওদের দুঃখের ভাগ নিলাম
তাদের আপন করে।💖
জানি আমি খুব খারাপ
হয়তো তোমার কাছে,
প্রনাম জানাবো তবু মাগো
আমাকে যে পাঠিয়েছে।
তোমার দয়ার দৃষ্টি একটু
এদেরকেও মা করো,
আমরা অনেক ছোটো মা
তুমি তো অনেক বড়ো।🙏

মা উমা
Tuesday, October 8, 2019
Topic(s) of this poem: durga puja
COMMENTS OF THE POEM
vicky 09 October 2019

I love your poem.just wow.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success