ঘোর Poem by Atoar Hossan

ঘোর

ঘোর
আতোয়ার হোসেন

সহসা সকাল হয়ে গেছে,
এখনও কাটেনি যেনো রাত।
মনে মনে ভাড়া বাসার বারান্দা,
বারান্দার চাঁদ গোমড়া-গোমড়া,
গোমড়া ঘরে থাকা একলা-বউ,
প্রশ্ন-চিহ্ন পড়ে আছে বিছানায়।
কাটেনি এখনও রাত, ঘোর।

আমাকে বেহুঁশ করা রাগ
মত্ত করে দেওয়া ঘোলাটে-গোল চাঁদ
নিভে থাকা শহরের একগলি লাল আলো
আসতে দেয়নি ভোর,
অথচ, সকাল হয়ে গেলো।

দূরে পাহারায় জাগা মিনারে-মস্তকে
স্মৃতি যদি আটকায় রাত্রি তিনটায়,
তোমার সকালে আমি কেবলই কাঠগড়ায়।

Sunday, February 14, 2016
Topic(s) of this poem: poetic expression
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success