এক সম্রাটের মুখচ্ছবি ।। রহমান হেনরী Poem by Rahman Henry

এক সম্রাটের মুখচ্ছবি ।। রহমান হেনরী

Rating: 5.0

একপাল নাগরিক রাজহাঁসের পিছু ছুটতে ছুটতে
রাত্রির রাজপথে আমাকে শুনতে হয়েছিলো
ভয়ানক নৈঃশব্দ্যের গানসমূহ এবং সেগুলো
ভেসে আসছিলো গা-ছমছম বনভূমির মতো
দুর্বোধ্য বর্ণের জটলা থেকে; অগত্যা আমাকে
কোনও এক বনভূমিরই কড়া নাড়তে হলো!
কিন্তু তার বৃক্ষ-গুল্ম-লতা আমার শ্রবণকে
স্তম্ভিত করে দিয়ে বলে উঠলো:

এখানে কোনও রাজপথ নেই, নগরীর ধারণা
গড়ে উঠবে আরও এক শতাব্দী পর; এখনই
ব্যাকুল হচ্ছো কেন? যেসব-রাজহাঁসের পেছনে
তুমি ঘর ছেড়েছিলে, তারা তো পুরাণের ভেতর থেকে
উঠে এসে ইতিহাস পেরিয়ে আবারও চলে গেছে
জনশ্রুতির দিকে! ঘরে ফিরে যাও, আর
অপেক্ষায় থাকো কোনও এক সম্রাটের জন্য;

সেই থেকে নিরুদ্দিষ্ট পথরেখা ধরে খুঁজে ফিরছি ঘর
এবং মেঘলা রাত্রির অন্ধকারে স্মরণ করছি
ভবিষ্যতের স্মৃতি, আগামি দিনের জন্য, যেখানে
পুনর্গঠিত হচ্ছে কোনও এক সম্রাটের মুখচ্ছবি।

Monday, November 30, 2015
Topic(s) of this poem: future,futuristic,inspiration,mother land,bangla
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success