তুমি না আর আগের মতো নেই Poem by Madhabi Banerjee

তুমি না আর আগের মতো নেই

যখন উচ্ছসিত হয়ে তোমার কাছে গিয়েছি
বলেছ, অত উচ্ছাস ভাল নয়'
আমি শান্ত হয়েছি
যখন আমাকে সঙ্গ দিতে হবে বলে বায়না ধরেছি
বলেছ ‘বিরক্ত করো না নিজের কাজে যাও'
আমি চলে গিয়েছি
যখন আচরণে কখনও প্রগল্ভ হয়েছি
তুমি বলেছ ‘প্রগলভতা ভাল নয়'সংযত হও'
আমি সংযত হয়েছি।
দুরুহ কনো কাজ দিয়েছো
বলেছি'আমার খুব কষ্ট হবে'
বলেছ'সফল হতে গেলে কষ্ট করতে হয়'
কাজটি করেছি।
তোমার কাছে গেলে -তোমার ব্যক্তিত্ব দিয়ে
আমাকে দূরে সরিয়ে দিয়েছ।
তোমার নির্দেশ মতো আমি আরর উচচ্ছাস প্রকাশ করি না
চলনে-বলনে নেই কোনো প্রগলভত
মুড়িয়ে রেখেছি গাম্ভীর্যের আবরণে
এখন তুমি বলছ'তুমি না আর আগের মতো নেই'

Wednesday, April 6, 2016
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success