আজ রাতের শেষ প্রহরে ।। আদ্রিয়ান হেনরি Poem by Rahman Henry

আজ রাতের শেষ প্রহরে ।। আদ্রিয়ান হেনরি

আজ রাতের শেষ প্রহরে
সুপার মার্কেটগুলো সকল পণ্যে তিনভাগ মূল্য ছাড়ের বিজ্ঞাপন দেবে
সুখি পরিবারের শিশুদের পাঠিয়ে দেয়া হবে এমন বাড়িতে
যেখানে হাতিরা মানুষ নিয়ে কৌতুক শোনায় পরস্পরকে
আমেরিকা রাশিয়ায় শান্তি ঘোষণা করবে
প্রথম মহাযুদ্ধের সিপাহশালার রাজপথে পপিফুল বেচবে ১১ নভেম্বরে
শরতের প্রথম ড্যাফোডিল প্রস্ফুটিত হবে
যখন বৃক্ষান্তরে সকল পাতা উড়ে উঠবে আসমানের দিকে

আজ রাতের শেষ প্রহরে
পায়রাগুলো নগরীর পেছনে শিকার করবে বিড়ালদের
হিটলার আমাদেরকে লড়তে বলবে সৈকতে সৈকতে আর সমতলে
লিভারপুলের তলদেশ নির্মিত হবে জলপূর্ণ টানেল
উলটনের আকাশে দলবদ্ধ শুকুরদের উড়তে দেখা যাবে
নেলসনকে শুধু তার চোখই নয় হাতও ফেরৎ দেয়া হবে
সম-অধিকারের দাবীতে শ্বেত মার্কিনীরা বিক্ষোভ করবে
কৃষ্ণভবনের সামনে
আর সেই দৈত্য মাত্রই সৃজন করেছে ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে

বিকিনি-পরা বালিকারা জ্যোৎস্নাস্নান করছে
পল্লীগীতি গাইছে প্রকৃত পল্লীবাসী
একুশোর্ধ মানুষের জন্য বন্ধ করা হলো চিত্রশালাগুলোকে
শীর্ষ ২০-এ কবিরা পাচ্ছে নিজ নিজ কবিতার দেখা
সবার জন্য চাকরি আছে কিন্তু কেউ সেগুলো চাইছে না
ছায়াঘেরা প্রান্তরগুলোয় সর্বত্রই তরুণ জুটিগুলো চুমোচুমি করছে প্রকাশ্য দিবালোকে
বিস্মৃত গোরস্তানের সর্বত্রই মৃতেরা নীরবে সমাহিত করবে জীবিতদের
আর
তুমি যে আমাকে ভালোবাস সেই কথা বলবে
আজ রাতের শেষ প্রহরে


* Bengalized by Rahman Henry

* Original:

Tonight At Noon- Poem by Adrian Henri

Thursday, October 15, 2015
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success