নৈশ উড়াল ।। টেড কুসার Poem by Rahman Henry

নৈশ উড়াল ।। টেড কুসার

আমাদের মাথার ওপরে নক্ষত্র, নিচে, নক্ষত্রপুঞ্জ।
পাঁচ বিলিয়ন মাইল দূরে, মরে যাচ্ছে এক আকাশগঙ্গা
যেন তুষারকণা পতিত হচ্ছে জলে। অামাদের নিচে
কোনও এক কৃষক, অনুভব করছে দূরবর্তী সেই মৃত্যুর শীতলতা,
তার উঠানের আলোয় মৃদুশব্দ, টেনে নেয়া হচ্ছে ছাপরা ও শস্যগোলা
যত্ন-আর্তির ভঙ্গিমার মধ্যে।
সারারাত, শহরগুলো, নবজ্যোতিষ্কের মতো ধিকিধিকি, ছুটে যাচ্ছে উজ্জ্বল সড়কগুলোর নিঃসঙ্গ আলোর দিকে, তার মতো একা।


* Bengalized by Rahman Henry

** Original:

Flying At Night - Poem by Ted Kooser

This is a translation of the poem Flying At Night by Ted Kooser
Monday, October 12, 2015
Topic(s) of this poem: flying,night,cosmology
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success