মা ও শিশু Poem by Madhabi Banerjee

মা ও শিশু

Rating: 5.0

মা ও শিশু
মাধবী বন্দ্যোপাধ্যায়

‘মা ও শিশু' এই চিত্রটি আমি আঁকিনি
এঁকেছে একটি মা পাখি আর তার তিনটি ছানা।
আমিতো কেবল কপি করেছি।
সংসারে নানা জনের নানা চাহিদাতে যখন হিমসিম খাই নাজেহাল হই
তখন আমি আমার ঘরের জানালার কাছে এসে বসি
জানালার কাছের রঙ্গনফুলের গাছটিকে দেখি
দেখছি একটি পাখির বাসা, তাতে তিনটি পাখির ছানা ঘুমিয়ে আছে
দেখলাম মা পাখিটি ঠোঁটে করে তিনটি সবুজ রংএর পোকা ধরে এনেছে।
যে ছানাগুলো চুপ ছিল তারা মাকে দেখে কিচির মিচির করে উঠল
ছানা তিনটির ঠোঁট উর্দ্ধমুখে হা করা যেন বলছে ‘খিদে পেয়েছে খাবার দাও'
মা পাখিটি প্রথমে একটি একটি পোকা দিল একটির মুখে- সে চুপ করল
তারপর দ্বিতীয়টিকে একটি পোকা দিল তার মুখে -সেও চুপ করল
এরপর তৃতীয়টিকে একটি পোকা তার মুখে পুরে দিল -সেও চুপ করল অবশেষে।
মা পাখিটি এদিক ওদিক তাকিয়ে একটি ডালে বসে ছানাদের লক্ষ্য করল
কী ব্যক্তিত্ব!
তারপর উড়ে গেল পরের বারের জন্য খাবার আনতে।
বাচ্চাদের জন্য কত দায়িত্ব,
যতদিন না ডানা শক্ত হচ্ছে, বড় হচ্ছে!

Thursday, September 12, 2019
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success