হাতছানী দিচ্ছে মহাকাল Poem by Suraj Mondal

হাতছানী দিচ্ছে মহাকাল

হাতছানি দিচ্ছে মহাকাল

দিগন্তের শেষ দেখা হয়নি আমার
বালুকা রাশির মতো সময় বয়ে যাচ্ছে
আমি কেবল খুঁজে চলেছি আমার জীবনের রাশিচক্র ।
বিধির বাসন থেকে ছুঁড়ে ফেলছি গ্রহ-তারা
নিয়তির উঠোনে ছড়িয়ে পড়ে থাকে আমার স্বজনদের লাশ।
কবর থেকে হাতরে বেড়াচ্ছি কলঙ্কিত ইতিহাস।

তবু, সময় তার গতিপথ বদলায় না।
কবে কে জানে? কবে কে জানে?
একদিন মহাকাল তার যোনির গহ্বরে ধারণ করেছিল আমাকে।
তার পর থেকে মৃত্যুর সাথে চুবুড়ি খেলি

আমাকে ধর্ম গিলিয়েছিলেন আমার মা।
আমাকে পুরুষ বানিয়েছে শৈশবের খেলনা।

তারপর একদিন হঠাৎ আমার ঘুম ভাঙে
আলোক বর্ষের অন্ধকার থেকে ডাক দেন
আমার ধাত্রী

Thursday, May 14, 2020
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Suraj Mondal

Suraj Mondal

West Bengal, India
Close
Error Success