আত্ম পরিচয় Poem by Suraj Mondal

আত্ম পরিচয়

আমার আত্ম পরিচয় দেওয়ার কিছু নেই।
সমূদ্রের জলরাশির কোন বিন্দু কিভাবে বর্ণনা করবে তার পরিচয়?
আমাকে, আমি বলে ডাকতে পারিনি।
আমিকে সত্য বলতে গেলে চেপে ধরে অযাচিত ধর্ম ভয়।
যেদিন প্রথম আলো চোখে পরেছিল,
প্রজ্ঞাপনের মতো কানে এসে বেজেছিল ধর্মের আহ্বান।
যেদিন তুমি ডেকে ছিলে আমার নাম ধরে।
সেদিন থেকে খেলা ঘরের মতোগড়ে চলেছি
আমার পেহচান।

আমি খুঁত, আমি ভুল, আমি বোকা, আমি ঘৃণা, আমি দ্বেষ, আমি প্রেম, আমি আশা, আমি আলো।
বাঙালি না, মুমিন না, নীচু না, উঁচু না, বাম না, ডান না, কালো না, পুরুষ না আমাকে মানুষ বলা ভালো।

Thursday, May 14, 2020
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Suraj Mondal

Suraj Mondal

West Bengal, India
Close
Error Success