Parvez Asheque

Parvez Asheque Poems

আরেকটা দিন চলে যায় অপেক্ষায়
দূরগামী পথের পানে চেয়ে,
অনেকদিন হলো বৈচিত্রহীন জীবন
'শান্ত নদীটির পটে আঁকা ছবিটি'র মত /
...

অপস্রীয়মান আলোকেরা দুরে চলে যেতে যেতে
কখনো পিছু ফিরে চায়
লাল তরঙ্গ চোখে, লম্বা দৃষ্টি হেনে
সময়টা থমকে দাড়ায়
...

কোনো কোনো মুহূর্ত হয়ে উঠে অনন্তকালের
স্থান কাল ছেপে জেগে থাকে উচ্চকিত চেতনা
এই কোস্টা কফির দোকানটার কোনো অবস্থান নেই
প্রবহমান কালের স্রোতে একটা অভিজ্ঞতা মাত্র
...

আদিগন্ত বিস্তৃত শূন্য,
নয়নাভিরাম নয়তো
হঠাথ হঠাথ কিছু বসতি,
চোখে পড়ে হয়তো
...

জুলাই মাসের শেষে
ভেবেছিলাম ফিরব না এই দেশে
দুই বাক্সে শীতের কাপড়
আর যা ছিল ঠেসে.
...

The Best Poem Of Parvez Asheque

Self Awareness Ii

আরেকটা দিন চলে যায় অপেক্ষায়
দূরগামী পথের পানে চেয়ে,
অনেকদিন হলো বৈচিত্রহীন জীবন
'শান্ত নদীটির পটে আঁকা ছবিটি'র মত /
একটা প্রশস্থ পথে অপরিচিতের গন্ডিতে
মন চায় নতুন আয়োজন/
'এখানেই থেকে গেলে কেমন হয়' - সমুদ্রের পাড়ের দেশে
'এই পাহাড়ের শহরেই একটা চাকরি যদি হতো'
' এই গাড়ো পল্লীতে মেয়েরাই কাজ করে, ছেলেরা দিনভর আড্ডা দেয় উঠানে' -
এখানে থেকে গেলে মন্দ হতনা...
কখনোবা অপেক্ষা দৈবের, একটা দুর্ঘটনার,
কষ্টকল্পনায় ক্ষণিক ভেসে বেড়ানো/
বয়সের ধর্ম বলে কথা..
এখন আবেগতাড়িত হবারও জো নেই,
কল্পনার ফানুস উড়েনা,
হয়না স্বপ্নের আবিষ্ঠতায় দুপুরের ঘুম থেকে জেগে উঠা
কোনো অচেনা বিকেলে/
বাঁকা চাঁদ চেয়ে থাকে শুকতারার দিকে
নাকি শুকতারাটাই.. হতে চায় বাহুলগ্না
অসংলগ্ন পংতির.. ভাবালুতায়
চেনা রাস্তাটা অচেনা হয়ে যায়.
অভ্যস্থ আয়েসী জীবনের গন্ডি চাইলেই কি পেরোনো যায়
যায় কি বেছে নেয়া একটি সুন্দুর মুহর্তকে?
অপরচিত পথে হাটার জন্য,
জীবনের গতিপথ পাল্টে দেয়ার হঠকারী সিদ্দান্তে!

Parvez Asheque Comments

Parvez Asheque Popularity

Parvez Asheque Popularity

Close
Error Success