Mir Masudul Hoque

Mir Masudul Hoque Poems

কেউ একটু আদর করে যাক আবার
কেউ হাত বোলাক আলতো করে
জুড়িয়ে যাক কোন মরুভুমির মানসিকতা
জুড়ে যাক দুই মেরু পরস্পর।
...

The Best Poem Of Mir Masudul Hoque

ফারাক

কেউ একটু আদর করে যাক আবার
কেউ হাত বোলাক আলতো করে
জুড়িয়ে যাক কোন মরুভুমির মানসিকতা
জুড়ে যাক দুই মেরু পরস্পর।
দাবানল পোড়া এই শহর ভুলে থাক জ্বালাতন
আর শুকিয়ে যাক কোন আঘাত।

রোদচটা কিছু দেওয়াল মেখে নিক পলেস্তারা
ভিজে যাওয়া কথা গুলো শুধু থাকুক -স্যাঁতস্যাঁতে।

কেউ দিয়ে যাক দুদন্ড শান্তি
আর ছুঁয়ে যাক এই ঠোট
মিথ্যে বুলি থাকুক অনভিজ্ঞ
ঘুচে যাক অনিচ্ছা আর অজুহাতের দুরত্ব।
সুখ থাকুক কোন নীলচে খামে বন্দী
আর বেমালুম ভুলে যাক ভালবাসতে।

বিষণ্ণতার জানলায় দুপুর জং ধরালে
মাঝখানে থেকে যাক বিশাল ফারাক।

Mir Masudul Hoque Comments

Mir Masudul Hoque Popularity

Mir Masudul Hoque Popularity

Close
Error Success