পারে পড়ে রয় Poem by Sanjib Saha

পারে পড়ে রয়

শুদ্ধিকরণ

অশ্লীলতা ধুয়ে নিতে চায়
কেউ কেউ নদীর পাশে বসে।

তবু সে কঠিন হাওয়া বয়।

নি: স্বতার ঘুম নিয়ে সে চলে যায়
পারে পড়ে রয় প্রাণময়, অনন্ত সময়।
----------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success